অগ্নি শুধু ধ্বংস চেনে।
আবার আগুনে পুড়ে পুড়ে সোনা হয় খাঁটি।
অগ্নি যত পোড়ায় তত উল্লাস।
হ্যারিকেন গতিতে তাণ্ডব চালিয়ে ছোটে গন্তব্যে।
একসময় প্রচলন ছিল সতিদাহ প্রথা।
আগুন তোমাকে পোড়ায় কী?
তুমিতো অগ্নিতে পুড়ো।
অগ্নি ব্যতিরেকে এক মুহুর্তও চলা যায় কী?
নিত্য নৈমত্তিক কাজের নির্মাণে
অগ্নির উৎসব প্রতিদিন।