কোন কিছু শুরু হলে শেষ হয়
পৃথিবীরও পরিক্রমার শেষ দেখবে।
স্নায়ু যুদ্ধেরও শুরু আছে
কিন্তু সমাপ্তি কোথায়?
অতিথি পাখিকে স্বাগত জানাও
সীমানা বিহীন চলাচলে গুরু।
অস্ত্রমুক্ত, পারমানবিক মুক্ত শান্তির আবাস চাও
সীমানার কাঁটাতার মুক্ত রাখ-
প্রয়োজন বেশী সেতুবন্ধন।
এ বিশ্বের যে পথে হাঁটবে সে পথ তোমার আমার।