সোনার বাংলার খ্যাত সোনার তরল গ্যাস খনি
যেখানে সাগর জলে সবুজের কোলাহল ধ্বনি
বুক টানে মন টানে চোখে ধাঁধাঁ
সুপারি নারকেল রেইন ট্রির বৃহৎ ঘন বন
যেদিকে তাকাই শুধু দেখি জলে দোলে একটাই প্রদীপ
বলতে হবে সেরা পর্যটনে ভোলার বদ্বীপ।
এখানে দেখেন সরকারি স্কুল, জেলা পরিষদ, পৌরভবন
নিজাম-হাসিনা চারুশিল্পে গড়া মসজিদ
গালর্স স্কুল, তুলাতুলি-নাছির মাঝির বেড়ি বাঁধ
ইলিশার ফেরিঘাট, খেয়াঘাট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল
বাংলাবাজারে ফাতেমা খানম মসজিদ, বাঘ-মারা ব্রিজ
স্বাধীনতা যাদুঘর, তেঁতুলিয়ার রিভার ইকোপার্ক
লালমোহনে ডিজিটাল পার্ক, পর্যটন কেন্দ্র
মনপুরা হরিণালয়, মনপুরার কালকিনি সমুদ্র সৈকত
চরফ্যাশনের আরো আছে জ্যাকব টাওয়ার, শিশু পার্ক
মায়া ব্রিজ, কুকরি মুকরির মায়াহরিণ
ঢাল চরে তারুয়া সমুদ্র সৈকত
আরো দেখেন দূরবীনে জলে ভাসা বহু রঙে পদ্মদ্বীপ-
বলতে হবে সেরা পর্যটনে ভোলার বদ্বীপ।
যার উত্তরে তাকালে পদ্মা-মেঘনা
পূর্বে তাকালে মেঘনা ও ছোট ছোট দ্বীপ
পশ্চিমে তাকালে তেঁতুলিয়ার কালা বাদুর
দক্ষিণের সীমাহীন বঙ্গপোসাগর
দেখেন- দেখেন চারিদিকে শুধু দৃশ্য যাদু
আকর্ষনেই ভরবে তবেই জুড়াবে দেহ মন প্রাণ
সাক্ষাত পাবেন আবে হায়াত এ চিরঞ্জীব-
বলতে হবে সেরা পর্যটনে ভোলার বদ্বীপ।