অধ্যাবসায়ের শৈশব কৈশর স্মৃতি
ঝর্ণা থেকে নদী, নদী বয়েই সাগর।
ঘরে মুহম্মদ প্লাটোর বসবাস।
খুঁজছো ইতিহাস? এক বিন্দু জল।
কেমন নৈপূণ্যে ভরা কারিগর?
ঘর বানালে প্রথমে দেখে নিও
বাবুইয়ের শিল্প-কারুকাজ।
দল পাকালে পীপিলিকাকে দেখ
কতটা কঠিন মজবুত ঐক্য-
প্রাথমিক জ্ঞান শিক্ষকই দেয়।