চলার পথের নিত্য সঙ্গি
হৃষ্টেপৃষ্টে বাঁধা। নিস্তব্ধ হবার নয়।
লৌহ মানব কখনও দমে থাকে কী?
এক ঝাঁক মুক্ত বিহঙ্গ রাস্তায় নেমেছিল-
মুখে ভ্রমর সদৃশ গুন গুন গান।
মুক হওয়া বাতাসের নীরব শ্লোগান।
যা তোমার আমার প্রকাশ।
জামা কাপড়ে রক্তের দাগ। বিক্ষত হৃদয়।
পলাশ-কৃষ্ণচূড়া শাখায় ফুটলো রক্তফুল।
স্বাধীকারের আলোক রশ্নি উঁকি দিয়েছে সেদিন?
হৃদয়ে মধ্যাকর্ষের টান তুমি প্রিয় জম্মভূমি
কেন বিশ্ববীক্ষা পেল?
ঋতুর রাণী বসন্ত পেল কোকিলা কন্ঠের সেরা পুরস্কার!