বহুবার স্বপ্ন দেখি সুন্দর দিনের... প্রভাতের রঙিন ঘরবাড়ি।
শীতে কুঁকড়ে পাতাগুলো ঝরেছিল। বুক ছিলো খোলা।
শিরশিরে বাতাস বইছে। প্রস্তুত ছিলাম।
এতক্ষণে বুজতে বাকি নেই। কেন বা স্মৃতিসত্ত্বাকে জলাঞ্জলী দেব?
কী করে বানাবো হৃদয়কে সে হাতিয়ার?
পুর্নবার বেচে উঠবার জন্যেই। চাই সেই পাথুরে আকন।
যৌবন বসন্ত নাইবা আসুক... নতুন অংকুরে জন্ম নাই বা দেবে
সবুজের অপূর্ব হাতছানি। তবু বরেণ্য উৎসব হবে মাতামাতি।
আসন্ন বৈশাখে... গ্রীষ্মের তেজদিপ্তিতে।
বহুবার স্বপ্ন দেখি সুন্দর দিনের... প্রভাতের রঙিন ঘরবাড়ি।