যদি চুরি কর মন চুরি কর-
প্রিয়ার গড়নকে নয়।
ভালবাসা কী জিনিস? থাকে বা কোথায়?
দেহ না অন্তরে? আপেক্ষিক।
কারো গাছে ফল পাকলে পাখি খায়
তাতে চুরি নয়- দোষ নেই
তুমি খেলে?
ভালবাসা চুপিচুপি হয়।
ময়না পাখি উড়ে যায় নিজস্ব ঠিকানা।
আজরাইল (মৃত্যু্দূত) যা করে, দোষের কী?