কিছু মৃত্যু মনের গভীরে তীক্ষ্ণ শোক চিহ্ন এঁকে যায়
বিহবল হয়ে চোখের জলের সীমানা খুঁজে
যুগযুগান্তর স্মৃতি লেপ্টে থাকে কঠিন শিলায়
ক্ষণে ক্ষণে প্রতিভাত হয় সে গোপনে সঙ্গোপণ।
কিছু মৃত্যু হৃদয় তন্ত্রিতে ব্যথা তুলে
ভেসে উঠে দৃশ্য টগবগে উঠন্ত যৌবন
ফুলের স্বল্পায়ু নিয়ে জন্ম তারপর প্রস্থান।
কিছু মৃত্যু কষ্টের প্রহর গোনা
যন্ত্রণার বিষের আগুন ধিকি ধিকি জ্বলে
সময়ের অপেক্ষা কেবল কষ্ট নিরসনে বন্ধন মুক্ত হওয়া।
মৃত্যু কারো দুঃখের অশ্রুবহ জীবনের বারমাস
মৃত্যু কারো সুখের প্রস্রবণে ভাসে দিবানিশি
সুখের মিনারে হাসে সূর্যালোক দিপ্ত।
কতেক মৃত্যূর কারণেই পেয়ে যায় পরিবারতন্ত্র
রাজাধিরাজের মুকুট সম্মান।
তবে মৃত্যুর পরই সংসারে অংশিদারিত্ব পুরস্কার...
জন্মের সঠিক ক্রম নিয়ে পৃথিবীর কোলে আসা
মৃত্যু কখন অনুক্রমের বিধানে দায়বদ্ধ নয়।