যারা কথা বলে না তাদের শত্রু নেই।
বাচাল কখনো শ্রদ্ধাভাজন হয় না।
বোবা ও বধির কথা বলে ইশারায়
গাছ ও পিঁপিলিকার ভাষা আছে।
মাটি কথা বলে লাভার আগুনে
ভূমিকম্পে- বাতাস সুনামি।
রাজনীতিতে চায়ের পেয়ালায় ঝড়।
মৃত্যুতে নির্বাক সব।
কথায় উত্তম হওয়ার জন্য কখন ভেবো না
কেননা নৈঃশব্দে শব্দ আছে।
যতদিন বাঁচ প্লিজ একটু কম কথা বল।