আল্লাহর সাথে দিদারের রাত্রি। একটি ভ্রমণের যাত্রা। নূরের জ্জ্বলক।
টাইম ট্রাভেল। মুহুর্তেই সাতাশ বছর কেটে গেল।
প্রেমে উত্থিত হবার গল্প। সাতআসমান ভেদ করে মহান আল্লাহর নৈকট্য  
অতঃপর সালাম আর সালাম পরস্পর। এ এক ভালবাসার অফুরান নিদর্শন।  

ফেরেস্তাদের মস্তক অবনত। শুধুই অভিবাদন পৃথিবীবাসীদের প্রতি।
ভালবাসায় কতটা তীব্র হলেই আকাংখা উজ্জিবীত হয়?
কি সুন্দর অভিব্যক্তি। যা গোপন আর প্রার্থনায় প্রাণবন্ত।

ফেরেস্তা জিব্রাইল নিকট অল্লাহর সুমহান আরজি।বন্ধুর প্রিয়মুখ দর্শন।
প্রথমে বোরাক তারপর রফরফে যাত্রা নবীজীর।
যাচ্ছেন প্রিয়র সিংহাসন। আসমানে অপূর্ব দৃশ্য।
ফেরেস্তাদের অভিবাদন স্তরে স্তরে। প্রতি পদক্ষেপে দৃষ্টি চারিদিক।
বেহেস্তবাসী-দোযখবাসীদের ফাল জেনে নিল বিষাদ আর কষ্টের ।
বেহেস্তের চাবি। পাঁচ ওয়াক্ত নামাজ।প্রাপ্ত বিশাল ভান্ডার।
অতঃপর আল্লাহর নেক-নেয়ামত দেখে বিমোহিত নবী।

এই ছিলো প্রিয় নবীর প্রতি মহান আল্লাহর অলৌকিক বিশ্বত্ব ঘটনা।
যা ছিলো নবীজীর প্রতি রহমত স্বরূপ তাঁর জ্ঞানের প্রজ্ঞার আর্শিবাদ।