কাউকে ঘায়েল করতে প্রথমে বন্ধুত্ব-
পরে উসিলার মানচিত্র তৈরি কর।
প্রশান্তির পায়রা উড়ে যায়।
এ বিশ্বকে অস্ত্রমুক্ত দেখতে চায়-
ধ্বংস নয় ভ্রাতৃত্ব বন্ধন।
শ্লোগান বৃক্ষরোপন- মানবতা
সর্বনাশ! যুদ্ধের দাবদাহে পুড়ছে বিশ্ব ।
সকল সমস্যা জলের প্রবাহ-
শুভঙ্করের এক নম্বর ফাঁকি।
সব কিছু শেষ হলে তৈরি কর মৃতের হালখাতা।