নীরব রাত। একটি প্রহর। আকাশে জ্বলজ্বলে চাঁদ। শান্ত। ধীর ও রহস্যময়।
যেন প্রাচীন অচেনা কোনো দোর খুলে দিলো। আজই শবে বরাত। ভাগ্য রচনার।
রহমতের আলোয় আশার প্রদীপ জ্বলে উঠলো।

বাতাসে ভাসে মৃদু দোয়ার ধ্বনি। ফেরেশতারা নেমে আসে দোয়ার দরজায়। হাতে দোয়াত-কলম।
তাকদিরের খাতা। মসজিদের মিনার থেকে গুঞ্জন- 'রাব্বানা আতিনা...’ হৃদয়ের গোপন প্রার্থনা।
পাপের ভারেই নত মন। আমি তো যে ক্ষুদ্র। আমি তো দুর্বল। আমি তো তোমার সৃষ্টি!
আজ খুঁজে ফিরি মুক্তির ঠিকানা।

কেউ কাঁদে একাকী। ভিজে যায় চোখের কোণ। কত পাপ। কত ভুল। কতবার পথ হারিয়েছি।
অনুশোচনার সুর। আলোর মিছিল। অন্ধকারও নতশির। আজ রহমতের দরজা খোলা।

শিশুর সরল মন। বৃদ্ধের কাঁপা কণ্ঠ। যুবকের প্রত্যয়ী সুদৃষ্টি।এক সূত্রে গাঁথা আজ।
আতর গোলাপে বাতাস। তাসবিহের মন্ত্র। বদলাতে পারবে কি? আলোকিত হবে কি অন্তর?
প্রার্থনায় থাকি। ক্ষমা করো আমাদের। দাও শান্তির আশ্রয়।

শবে বরাত। একটি প্রহর। আত্মা খুঁজে নেয় মুক্তির নিঃশ্বাস। সৌভাগ্যের হালখাতায় লেখা হবে।
তৈরি হবে নতুন ভোরের গল্প। আশার..ভরসা আর রহমতের আলোয়।আত্মশুদ্ধির এক অনন্ত যাত্রা।