হাজার রাতের চেয়ে উত্তম। এ শবে বরাত রাত।
এই রাতে আকাশের দরজা খুলেন আল্লাহ। রহমতের স্রোত চারদিক।
এই রাত আত্মপর্যালোচনার। এই রাতে পাপীরও নবজন্ম।
গুনাহগারের অশ্রুতে অনুশোচনার আকুতি। পাপের মেঘেই বারি।
রহমত আর করুণার অঢেল সিম্পনী। মুক্তির বিশ্বাসে আস্থা।

শবে বরাত—করুণার চিরন্তন বন্ধন প্রপাত। আকাশে রহস্য ভরা দীপ্তি।
প্রাপ্তির আশ্বাস মিলে মিশে প্রতিটি স্পন্দন। পবিত্র আলোক।

আজকের রাত মুক্তির শ্রেষ্ঠ শ্রাবণ। হৃদয়ের অনুশোচনার অনুকম্প। উন্মুক্ত মাওলার দরবার।
এ রাত সেতুবন্ধন অসীমতার পানে। ছোট-বড়র। ধনী-দরিদ্র। পাপী-তাপী সবাই সমান।
আজ দোয়ার মিছিল। এ এক প্রার্থনার মিছিল। আসমানে ফেরেস্তাদের ফিসফিস।
সবারই এক সুর। ক্ষমা কর হে করুণাময়। ক্ষমা কর আমাদের।  
আমরা যেন শান্তি পাই। পাই ক্ষমা। পাই প্রতিনিয়ত নতুন দিনের আশান্বিত সকাল।