তিনি শব্দ চষে গেছেন লাঙ্গলের তীক্ষ্ণ ফলায়
কাঁদামাটি তৃণ ঘাস পরগাছা উপরে উপরে সাজালেন ধান্য গোছা
জ্ঞান সম্পদের প্রাচুর্য গড়লেন.. মানবিক রাজপ্রাসাদ
মৃৎ শিল্পী হিসেবে সর্ব খ্যাতি অর্জনের সার্থকতা তার;
মধু সংগ্রহের পরিপূর্ণ দীক্ষা পেলো ভ্রমর সদৃশ কবি
তৃতীয় গ্রহের অধিবাসী..কংক্রিটে বেঁধেছেন বুক।
একদিন অনুৎসাহের অলস নদী সাঁতরে
অনুশোচনার ভাস্কর্য গড়লেন কষ্টি পাথরেই
চৌরাস্তায় উঠে এলো মহেঞ্জোদারের শিল্পী
কাঁদাখোঁচা পাখির সাহচর্যে নগ্ন হলো বৌদ্ধ বিহার
নদীর অববাহিকায় রাখলেন লাঙ্গলের ছাপ।
অতঃপর বিজয়ী সে খড়গোশ ফেঁসে যায় বুদ্ধির চালে
ধূর্ত শিয়াল বেঁধে ফেলেন কলোনীর বেড়াজাল
সময় তো বদলে যায় দ্রুততর সাপের চলায়
পন্থেই খোলস পড়ে থাকে....
পন্থেই খোলস পড়ে থাকে...
যে বাউল একতারার সুরে বাজালো অস্তিত্বমূখী গান
আজ তিনি অন্যরকম সুর তুললেন গিটারের সুরে।