কোটা রক্ষিত যতটা...তোমার মূল্য কি তত?
যে দেশের সীমানা প্রাচীরে বাঁধা
মূল্যহীন তখনই...চলে কোটা কোটা খেলা;
এক দল কোটা সংস্কারে মাঠে... অপরদল গণ সংস্কারে
ঝরছে প্রাণ...অন্যরকম কার্টুন গেম-
”এ কি খেলা চলছে হরদম-
একদিকে নিরন্ন মানুষ, অন্যদিকে এটোম”।
যুদ্ধের পরপর শান্তি থাকে কতদিন?
সংযম তো সুখের ঠিকানা? সংস্কারের পথ?
স্বাধীনতার তেপ্পান্ন বছরই গত-
বলবে কি পিছিয়ে থাকা জনগোষ্ঠি?
ঈগলের তীক্ষ্ন ছোঁবল...ভূমিতে রাসেল ভাইপার;
”এ কি খেলা চলছে হরদম-
একদিকে নিরন্ন মানুষ, অন্যদিকে এটোম”।
সংশোধন যারা জানে তারাই শিক্ষক।
ছাত্র-ছাত্রীর দূর্বার দাবি- কতটা কঠিন?
সাহসিদের ভাগ্য সহায্য করবে কি? ভবিষ্যত স্বপ্ন?
কেন এতো আসামি? কেন মায়ের বুকখালি?
দাসের অধম গতি... খেলা হবে.. হচ্ছেটা কি?
”এ কি খেলা চলছে হরদম-
একদিকে নিরন্ন মানুষ, অন্যদিকে এটোম”।