এ জগতে তোমার সৃজনে বিচিত্র প্রথম সাক্ষী তুমি
সত্য যেমন প্রতিটি প্রাণের পরশ… পাখির কন্ঠের গান । আমি যে গোলাম
তোমার মহান সে সাক্ষ দিয়েছি বহুবার।
তবু ভুলে যাই ভুলে থাকি বিবেক স্বজ্ঞান…
প্রতি পদক্ষেপে থাকে মিথ্যার আলেয়া.. হায় স্বার্থ!
কতটা নিচে বা নামলে তবে ন্যায়ের পথের বিরুদ্ধাচরণ করা যায়
যেভাবে সত্যকে কেবল করেছি কুলশিত।
অথচ ভাবিনি। সে মহাকালের সাক্ষী এতটা নিকটে
পবিত্র কাবার অবস্থান, পাঁচ বার নামাজের পয়বন্দি
অঙ্গীকারের ফিরিস্তি যখন আমার সামনে তুলে ধরা হবে
বিচারের সেই আদালতে মিথ্যার আঁধার ঝরে
তুমি পরিপূর্ণ সত্য সামনে তুলে ধরবে যুগান্তরী ইতিহাস
ত্রুটিযুক্ত মাত্রা পরিহিত অনু ক্রমানুর প্রতিক্রিয়ায় বন্দী হবো
সেদিন সে কৃতকর্মের বাছাই পর্বে নিরন্ত হে সত্য সাক্ষী
তোমার সত্যের আদালতে আমি যে নির্জীব
আমার প্রতিটি অঙ্গ প্রতঙ্গ বিরুদ্ধবাদী হবে ঘৃণা ভরে.. তবু
পবিত্র মহান তুমি... একান্ত সুহৃদ তুমি... রক্ষার মালিক-
পাপকে রেখো গো ঢেকে তোমার পূণ্যজ্যোতির আচ্ছাদন ।