তুমি যেমন পবিত্র... পবিত্র তোমার পৃথিবী এবং তার মাটি
আমি তোমার বাতাসে বেঁচে থাকি...
আকাশের একরাশ সূর্যের কিরণ উপভোগ করি
আরও দিয়েছ স্বচ্ছ্ব জল পান করার একাগ্র অধিকার
যা পবিত্র করবে আমাদের দেহ-মন-প্রাণ
আমি সারা জনম ধরেই বিনা মূল্যে
ভোগ করে এসেছি সকল ক্রিয়া অবিচল
যদি কিনতে হতো জীবন-জীবিকা-প্রতিদান-উপহার?
পৃথিবীর অনেক প্রান্তর শূণ্য পরে হতো মরুদ্যান।
একদিন তোমার শুদ্ধতম পবিত্র ইল্লিনে অংকিত ছিলাম
গন্ধম আবহে পবিত্রতা ভঙ্গ করে লজ্জিত বলেই
জন্মালাম এ ভূবন পরিমন্ডলে ক্ষণকাল
তুমি যে রূপকার সে কথা ভুলে যাই
মত্ত থাকি ভুলের প্রগাঢ় অহং সিম্ফনে নষ্ট করি পার্থিব সময়
যখন বিদায় অনুক্ষণে তুমি আবার পবিত্র কর আর তুলে নাও
সিজ্জিনে- ইল্লিনে রাখো কর্মের নিরীখে... সেদিন আমায়
পুত ও পবিত্র করে রেখ প্রভূ তোমারই সন্নিকটে।