একদিন তুমিই পৃথিবীর নকশা অংকন করেছিলে.. একান্ত শৈল্পিক
নিখুঁত তুলির স্পর্শে কোন খুঁত নেই তার
কাঁদা-জল-মাটি তোমারই নির্দেশের অপেক্ষায় ছিল
তুমি ফল... ফুল.. মায়া মোহনীয় মাখলুকাত নিদর্শনাবলী
উদ্ভাসিত করে দিলে মানবের কাছে নির্ঝরের অনন্ত প্রবাহে.
তুমিই তো ত্রিভূবনের মালিক।
আবার জম্মিলে মৃত্যু অনিবার্য চিরন্তন
সে সত্য প্রকাশে বিচার দিনের তুমি নিয়ন্ত্রক একমাত্র
পূর্ণত্থানের চালিকা শক্তি বিচারের ন্যায়দন্ড তোমার নিকটে
কতটা কঠিন হতে পারো অথবা কতটা করুনা করতে পার তুমি
তার সদুত্তর তুমি বহু বিধিমালা প্রকাশ করেছ
ডানের.. বামের অগ্র পশ্চাতের বহু জ্যামিতিক সূত্র তুমি শিখিয়েছ
আমি পাপি..নিদান গোলাম... ক্ষুদ্র অনু তোমার প্রতিস্থাপিত
সেদিন হয়ো গো তুমি সহায়ক ঐ ডান প্রান্তের… অগ্র ঠিকানার