১. এক বিন্দু প্রেম-সুধা তুমি প্রিয়
তোমার সিন্ধুর প্রেমের ধারায় বহমান।

২. সিন্ধুর খুঁজে বিন্দুর বিন্দু হবো প্রিয়
আমার মধ্যে তোমায় খুঁজে খুঁজে।

৩. আমি প্রেমের পরমানু হবো
ভালবাসার এটোম হবো প্রিয়
বিস্ফোরণ চর্তুদিক।  

৪. ধূলায় যখন মিশে যাব
তুমি এক কণা বিন্দু থেকে তুলবে
সেদিন নতুন প্রাণ পাবো
বলো কতটা প্রেমের টানে?

৫. বিন্দু হবো বিন্দু হবো
প্রেম দরিয়ার সিন্ধু হবো প্রিয়
মিশবো প্রেমসাগরে।

৬. আমার ভেতর তুমি প্রিয়
তোমার মধ্যে না
আমি তুমি...তুমি আমি
আমার মধ্যে হ্যাঁ।

৭. তুমি প্রমাণের নিক্তি শুধু
আমার কঠিন শোক
আমিত্ব প্রমাণে লাগে শুধু
প্রেমের মোহন ভুখ।

৮. এক বিন্দু প্রেম সুধা...এক ফোটা জল
জন্ম-মৃত্যু সবই তোমার প্রিয়
তোকে কেমনে ভুলি বল্?

৯. এক সাগর হৃদয় দিয়ে প্রিয়
এক বিন্দু ভালবাসাই যথেষ্ট।

১০. প্রেম সাগরে সাতার কেঁটে
ডুবেছিল মনসুর... যার বাক্য
        ‘হকহক আনাল হক’
মৃত্যু প্রহরে সেদিন..
প্রিয় তুমি মহা তুমি শুনতে বন্ধু-কন্ঠ
        তোমার ছিল কী শখ?