অন্ধকার গলি পথে হেঁটে হেঁটে ক্লান্ত দেহ
অন্তহীন আলোর ঝর্ণার স্বচ্ছ জলে স্নান সেরে বেঁচে আছি
নিজস্ব অহংবোধের ঘুণে পোকা ভেতরটা খেয়েছে
সেই সাপের খোলসে তুমি নতুন স্বরূপ মমি
তোমার মহিমা নির্জীব হৃদয়ে অভিভূত প্রাণ।
আমি কতকাল ধরে নিজের আবাস গড়েছি
ভূবনের মাঝে অধিকার প্রতিষ্ঠার অলংকারে
মত্ত থেকেই তোমার পৃথিবীকে আমার ভেবেছি
কত খাবার খেয়েছি... নিঃশ্বাস নিয়েছি...
জলপান করেছি অফুরান
কোন খাজনা দিতে হয়নি সত্য জানি
তুমি তো তারই হিসেব রাখার প্রহরী রাখনি…