০১। হে আল্লাহ
আকাশের অসীম সীমানা থেকে একটি থ্রিডি গ্রাফিকস নেমে এসে
অন্তরের গভীর যন্ত্রনা হাতরে বেড়ায় তেমনি
নামের স্মরণে স্মৃতিশক্তি স্রষ্টার দর্শন উপমায়
সহজ প্রণালী অতিক্রম করে প্রজন্ম আনন্দে এসে দেখে নেয় নতুন বাতাস।
এ নামের কোনই ভিন্নার্থ নেই
এ নামের কোন লিঙ্গ নেই
এ যে ইসমে আজম সরস
তবে সৃষ্টির গভীরে কাব্যিক রহস্য দোলা দেয় একক মহাত্ম
সাগরের জলরাশি আর তারকা রাশির গননার সূত্রে অতিক্রান্ত
নিরানব্বই সফেনে ব্যাকুল পৃথিবী…হৃদয়ের বিভাগী ঝংকার।