আমি পায়রা ঊড়িয়ে বেড়াই। কী শীতে বা কী বসন্তে।
প্রশান্তির স্বপ্নবীজ। পায়রা পালনে সারাক্ষণ ব্যস্ত।
অকপটে চেয়ে থাকি শূন্যে। যা তোমার গণিত।
পায়রা যখন পাখা মেলে দেয় শান্তির দ্রবণে
আমি বুক ভরে শ্বাস নেই বিশুদ্ধ বাতাস।
কিন্তু যখন মরন ঘাত আসে। লন্ডভন্ড প্রতিচ্ছবি।
প্রতিদিন ধূলো জমে। নীলাকাশ মেঘাচ্ছন্ন। তাই-
ভালবাসার সেতুবন্ধন খুব প্রয়োজন।
আমি পায়রা উড়িয়ে বেড়াই। কী শীতে বা কী বসন্তে।