যে অন্যকে সর্বোচ্চ প্রাধান্য দেয়
প্রতারিত সে তখন বন্ধুর নিকট।

দু’টি পথের মেলবন্ধনই সেতু-
পথ সেতুর নিকট দায়বদ্ধ নয়।

তুমি বট বৃক্ষ হতে চাও? হও।
পরগাছা হয়ো না।

পরজীবী শস্যের ক্ষতি করে-
সে ক্ষেতের আগাছা নিড়াও।

সাবধান!
পরজীবী অন্যের মাথায় লবণ রেখে বড়ই খায়।