বন্ধুর নিকট জমা থাকে না গোপনীয়তা
শত্রুকে আয়ত্ব করতে লাগে মেধা-
জ্ঞানের পরিধি বাড়ে ।

অগ্র-পশ্চাত ভেবেই চলে বুদ্ধিমান।
সাবধান! দেয়ালে খাড়া কান!
পেটে কতো কুট চাল?
তবু সুকৌশলে কথার ফুলঝুরি।

বেশী কসলে তালা নষ্ট-
স্ক্রু কসলে ঢিলে।