যে তোমার দুঃখে দুঃখী
তোমার সুখেই সুখী
ভালবেসো তাকে।
আপন খবর নিজের হয় না।
জীবন সংসারে যারা অবহেলে যায়
ভালবেসো তাকে।
আপনাকে চিনতে পারলে সত্যি
অচেনাকে চেনা হবে-অজানাকে জানা।
ধ্যান ভাঙ্গলে দেখবে চলার পাথেয়
তোমার পায়েই লুটুপুটি খাচ্ছে।
মনে রেখো ইনাম তারই দান।