পতপত ওড়ে....ডানা ঝাপটায় কিছু পাখি
কিছু স্মৃতি থাকে গহীন শেকড়ে
ওপরে আকাশ নীচে মাটি;
শিলাপটে সূর্যের তির্যক ঝিকিমিকি
শূণ্য ডালে একদিন দেখা দেয় কঁচি পাতা....
ও আকাশ নীল.... পৃথিবী সবুজ গাঢ় রং
নীল সবুজের খেলা শেষে লাল হয় গোধূলির ধূলা
ক্লান্ত দেহে ফিরে আসি
জ্বালি বাতি দিবসের ক্ষুদ্র সংস্করণ....
বাঁধনের ভেঙ্গে ফেলি তালা...
বিবর্ণ প্রপাত নামে.... শব্দ আসে সুকরুণ সুর
ভাল লাগে শুকতারা
ভালবাসি দূরের অসীম এবং বন্ধুর
দূরবীনে ভাসে বাঁকা চাঁদ...
ফাঁকা মাঠে জিতে বাজিগর....
আপনাকে পর ভেবে মাটির ফলকে লিখি নাম।