প্রেম এমন হওয়া উচিত এটাই শেষ সমাধান
আর কোন মোহ নাই... কিছু নাই।
তোমাদের কাছে প্রেম মানে
মনের চাওয়া ও পাওয়ার আনন্দ।
অথচ প্রেমের জন্যেই পৃথিবী সৃষ্টি।
প্রেম চিরন্তন। স্বর্গীয় বেদন।
সূর্য নিজকে পুড়েছে প্রতিনিয়ত
এ জগত আলোকিত হয় প্রেমে.. তোমরা ভোগ কর।
মহাকাশে ডুবে আছে গ্রহ উপগ্রহ.. ধূমকেতু কত না কিছু
ডুবে আছে প্রেম জানা অজানা বস্তুনিচয়ে।
গন্ধম ফলের রসে যেম্নি প্রেমবীজ লুকিয়ে ছিল।