ফুলের দিকে তাকাও মনে আশা জাগবে
ধ্বংসের দিকে তাকাও নৈরাশ্য বাসা বাঁধবে।

শুধু দৃষ্টির বদল। আকাশের রং যেম্নি।

তুমি পাহাড় ভেঙ্গে রাজপথ তৈরি করতে পারো।
আবার মানবধ্বংসী বোমা তৈরি করতে পারো।

ঘৃণিত ফেরাউনের শ্রেষ্ঠ কর্ম এখনো দাঁড়িয়ে-
মানুষের আদর্শ শিক্ষক শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ)।

পপির ফুল ও ফল সর্বকালের ঔষধি?