এমন নদীর বুকে নাও বাওয়া সখ ছিল
এমন নদীর
সখ ছিল নিঃশ্বাসে প্রশ্বাসে নেব সুখের বাতাস
এমন নদীর
দাঁড় ছিল ভাঙ্গা... পাল ছিলো ছেঁড়া পাল
তবুও পাড়ির ছিল পরিপূর্ণ বিশ্বাস আত্মার
এমন নদীর
ঈশান কোণের অভিমানী মেঘ ঘষে যায়
কৃষ্ণ কালো পর্ব অবিরাম অভিসার
পৌরাণিক হাওয়ায় ঘুচে গেল দিক পাড়ির দিশা।
কষ্টের কক্তপোষে বাঁধলাম যেই স্বপ্নের বাসর
এমন নদীর
ছাঁচা ঘষা পরিকর্ম কত কারুকাজ
সর্বান্তির ধাঁরালো আঘাতে ভেস্তে গেছে শরীর পিঞ্জিরা
যে ডাল ধরেছি .... ভেঙ্গে গেছে সেই ডাল
উবে গেছে ছই-এর খুঁটি-নাঁড়া-কুঁটো
চার-দিকে দেখি শুধু নীলাকাশ
আমি একা বড় একা... যেন
উডন্ত এ এক আহত পাখির পালক... অচেনা।