ধূয়া দিয়ে মৌমাছি সরিয়ে ফেলা
প্রচলিত রীতি
বিন্দু বিন্দু মধু সংগ্রহের শ্রমিক মৌমাছি।
তোমরা পাত্রে মধু তুলে লও -
দাঁড়িয়ে সাক্ষীর কাঠগোড়ায় সত্যপাঠ?
অপরাধী বেঁচে যায়।
নারীরা শোসিত, বঞ্চিত, ধর্ষিত, নির্যাতিত
শ্রমজীবী শিশু, আশ্রয়হীনা মানুষ
যা তৃতীয় বিশ্বের অন্ধকার।
যখন চাতক মরলো জল পিপাসায়
মেঘ তখন কোথায় ছিল?