এই পৃথিবী একদিন বিস্মৃতির আতলেই ডুবেছিল
নক্ষত্র-তারা গ্রহ উপগ্রহ জল সমুদ্র- চন্দ্র-সূর্য অন্তরীক্ষ
পাহাড় অরণ্য ঝর্ণা হ্রদ জলপ্রপাত ও মানচিত্র
সবই ডুবেছিলো অনন্তকাল ধরে ডুবেছিল।
আজো ডুবে আছে অংকুরে বৃক্ষরা
অন্ধকারের পশ্চাতে আলো.... সাগর বক্ষে ডুবুরী
প্রবাল মুক্তা তিমি জলোচ্ছ্বাস সাবমেরিন
ঘূর্ণিঝড় মেঘের অভ্যন্তরে ডুবে আছে ইথার মহাকাশে ধূমকেতু
মৃত্রিকার অতলে বালি স্বর্ণ লৌহ গ্যাস তৈল কয়লা কংকর
হীরক ঝিকিমিকি ডুবে আছে পর্বত গুহা ভূমিকম্প
আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত শহর জনপথ কত মানব দেহ
একটি আজন্ম শিশুও মায়ের উদরে ডুবে আছে।
একটি অরূপ মায়াবী ফুল কান্ডের মধ্যে ডুবে আছে...পরাগেও কীট
কবির কবিতা তার আত্মায়... পাখির কন্ঠ
ঢেউ এর কলোচ্ছ্বাস... ঘুঙুরের ঝুমুর ঝুমুর শব্দ
শিল্পীর প্রতিভা... বিজ্ঞানীর গবেষণা
ডুবে আছে রিপুর তাড়ন স্ফীত পেশী
প্রেমিকের উচ্ছ্বসিত প্রেমাবেগম হংসমিথুনসম।
ডুবে আছে হরিণের পেটে কস্তুরী... গরুর গোচনা
ব্যাঙের মুখের মণি
বৃক্ষ কোঠরে সরীসৃপ ডুবে আছে কঠিন রোগ ব্যাধি
পপি নামক গাছে আফিম হেরোইন
মাইন ডুবে আছে এ্যাটোম ইউরিনিয়াম-প্লাটিনাম
আমিও যে ডুবেছিলাম এবং ডুবে আছি
উর্ণাভ জালের আবরণে....
ভেসে উঠার জন্যেই.... বিস্ফোরণের জন্যেই শুধু।