বয়স যতই বাড়ুক না কেন
আত্মাটা কোমল।
তুমি আকাশের দিকে দেখ-
বিশাল আত্মার অধিকারী হবে।
সাগর দেখিয়ে দেবে সীমা কতদূর....
সৃষ্টির অপার মহিমা তোমাকে অবিভূত করবে।
আত্মা বড় না হলে স্বপ্নটা কখনো বড় হবে না।
মৃত্যুভয়ে তুমি বিচলিত থাক কী? মোটেও না।
বিশাল আত্মার লোকদের নিকট
বড় বড় বিজয় নিশ্চিত ধরা দেবে।
এ আত্মাকে নিয়ন্ত্রণ করা বড়ই কঠিন কাজ-
মহামানবের পথ নির্দেশনা মেনে চলা প্রয়োজন।