যতদিন পৃথিবীতে বেঁচে আছ
ঝামেলা বিহীন থাকার সুযোগ বা আছে কী?
প্রতিনিয়ত ঝামেলা মোকাবিলায় সচেষ্ট ।
তুমি কারো সহযোগিতা নিলেও
ঝামেলা তোমাকে ছাড়ছে কোথা?
তুমি ঝামেলা বর্জন করতে পারো।
ঝামেলা তোমাকে আকঁড়ে ধরে আছে-
কাঁঠালের আঁঠা স্বত্ব।
অন্যের সাহায্য চাইলে-
তোমার শ্রেষ্ঠত্ব তোমার মহত্ব ম্লান হবে।
জীবনে ঝামেলা মুক্ত হোক প্রাত্যহিক ব্রত।