একটি দৃশ্য। স্থবির সময়। নৈ:শব্দে আগুন।
অন্তহীন রেখা। পরিচিত তবু সমর্পিত। সোডিয়াম আলো।
স্বপ্ন দেখি ব্যখ্যা বিশ্লেষণহীন আগামীর।
বিষন্ন গোধূলী। তবু শান্তির ফরাশ। শুদ্ধই পবিত্র।
প্রতিটি প্রান্তই ছুঁয়ে আছে পরস্পর। সেতু! বৃহত্তম সেতু।
এমনই মানচিত্র। বন্ধন কাহিনী। পাখির দৃষ্টিতে দেখো।
উন্মুক্ত আকাশে রেখাপথ। প্রস্ফুটিত চিত্রকল্প।
ভৌগলিক চাওয়া নিষ্ঠুরতা নয় কী?
ছায়াচিত্রে সেতু বন্ধন স্পন্দন। শুরু আর শেষ।
একটি পটভূমি। রঙের বিন্যাস। সরলতম প্রস্রবণ।