উত্তরের পিলার পেরুলে পাহাড় পর্বত।
সাদা জল ছিটকে পড়ছে পাথরের পর।
ওখানে নিঃসঙ্গ স্থিত। শব্দবান ঝরছে।
অস্থির ফোয়ারা। কামনার স্ফটিক।
লক্ষ মাইলের দীর্ঘ যাত্রা। বন্ধুর উঠন।
ভ্রমণ পিপাসু যদি গতিময় মেঘ হয়
তবে সূর্যালো বন্ধুর প্রীতি।
হাত নাড়ে। জানাচ্ছে নিয়ত। সুপ্রভাত আগামীর।
ডোরাকাটা জেব্রা হেষ্রা রব করে প্রতিদিন।