সমুদ্র গভীরে জেগে ওঠা দ্বীপ। কষ্ট লাগা স্মৃতি।
কিছু ছবি। চোখের কোণে ঝর্ণাধারা। স্মৃতির কেন্দ্রবিন্দুতে স্থির।
বিল্পবীরা জলোচ্ছ্বাসের তরঙ্গে বাঁচা মরার স্বপ্ন দেখে।
হাঙ্গরের দল উৎসবে মাতে। গোধূলি লুকায় আকাশের গায়ে।
জলে দোলে জীবনের সব দীর্ঘশ্বাস। যেম্নি গোল মরিচের স্বাদ।
যুদ্ধ, জলবায়ু দূষণ, দুর্ভিক্ষ ও জলোচ্ছ্বাস
যা মানুষের কল্যাণকর নয়। জীবনের জন্য প্রয়োজন পানি ও বাতাস।
আসলে মানুষ ক’দিন বা ইতিহাস মনে রাখে? ক্ষতেরা শুকায় ধীরে ধীরে ।
মনের গভীরে পাশবিক আঁধারের ছবি দীর্ঘ বেঁচে থাকে। দৃশ্যের কেন্দ্রবিন্দুতে স্থির।
বেলাভূমি ঝিকমিক করে প্রতিনিয়ত বালুকাবেলায়।