এবার গোলমরিচের পথ্য নেব। অসাধারণ ঔষধি গুণ
অবয়বে ঝাঁজ। একবার জিবে লাগাও প্রকাশ তখনি।
গুণগ্রাহী না হলে গুণের বিচার হয় কী?
সাদা মুরগির ডিমেও থাকে কালো বাচ্ছা।
হাঁড়ের ব্যথায় মহা কার্যকরী। এ পথ্য অতিব পুরাতন।
সাফল্য নির্ভর। বুদ্ধির উপর লালসাও হার মানে।
উৎর্কৃষ্ট থেকে উত্তম জন্ম নেয় কী? নৌকা চালাতেও লাগে জল।
পেটে ক্ষুধা থাকলে রাজনৈতিক উপদেষ্টা হওয়া যায় না।
ভদ্রতা, নম্রতা গুণ মূল্যবান কয়েন। জাদুঘরে শোভা চিরকাল।
অতিরিক্ত ঐষধে রোগের বৃদ্ধি ঘটে। মহৎ কর্মেই তৈরি হয় পথ।
যে পথেই মহামানবের যাতায়াত। সে পথ ধরেই চল।
হতে পারে ওটাই একমাত্র মু্ক্তির শোধনাগার।