যার ছেলেকে কুমিরে খেয়েছে.. সে ঢেঁকিকাঠ দেখলে ভয় পায়।
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ।

ফাঁসির কাঁঠগোড়ায় যখন বিচারক বলে
মৃত্যুর পূর্বমূহুতে, তুমি কী বা খেতে পছন্দ কর?
মরন আতঙ্কে দিশেহারা।

ক্ষণজীবী ইউপোকার মতোই জীবন
আগুনে ঝাঁপিয়ে পড়ে-
ভয় প্রতিক্ষণ পাছেপাছে থাকে।

অপ্রিয় সত্যকে তোমরা কী ভয় পাও না?

পৃথিবীর মতো চাঁদও নির্দিষ্ট কক্ষপথে।