যে বন্ধুর সাথে প্রতারনা করে
সে কখনো বন্ধু হতে পারে?
উত্তর হবে- না।
দোষ ত্রুটির উর্ধ্বে নয় মানুষ।
যদি তুমি দোষ ত্রুটিহীন বন্ধু খুঁজো
বন্ধুহীন হবে।
মেঘে বাতাসে বন্ধুত্ব -জলের বন্ধুত্ব মাটি।
জলে বাতাসে বন্ধুত্ব ঘূর্ণিঝড়। ভূমিকম্পের কে?
নূহ আঃ -স্রষ্টার গুপ্ত রহস্যের বন্ধু ছিল।
শয়তানও- স্রষ্টার প্রিয় ছিল। এখন তোমার?