বন্ধুত্ব দূঃসময়ের একান্ত সহায়।
আবার বন্ধুই চরম ক্ষতির কারণ নয় তো?
পাখিরা সাথীর খোঁজে বাসা তৈরি করে নেয়।
কেউ কারো ক্ষতির কারক হয়?
স্বার্থের ব্যাঘাত ঘটলে তোমার বন্ধুত্ব?
তুমি যখন আশ্রয়হীন- অসহায়
বন্ধুটি তোমার পাশে আছে কী?
পতিত আঁধার রাজ্যে বা তোমার অবস্থান?
তুমি যখন একা বড়ই একা-
বন্ধু ঝিনুকের বুকে ছোট মোতি।
মেঘের আঁড়ালে কিন্তু সূর্য থাকে।
কবিদের কখনো কোন বন্ধু থাকে কী?