বাক্যটির উচ্চারণে নিজকে নিয়ন্ত্রণহীন বনে যাই।
বানভাসা মানুষের মতো ঘরবাড়ি ছাড়লে-
বাক্যটি নিমন্ত্রণের তেষ্টা পাইয়ে দেয়।
তুমি খুশিতে এটম হয়ে যাও।
ত্যাজদিপ্ত যোদ্ধা হয়ে যাও।
জানি, সাইক্লোন কখনো বাঁধ মানে না।
যুদ্ধের দামামা, ঘরছাড়া মানুষের কান্না, ওহ!
শুনেছ কী ফিলিস্তিনি শিশুদের কষ্টের আত্মচিৎকার?
তেলাপোকা জয়ী হয়। হাতি খাঁদে পড়ে।
বীরের খেতাবে ভূষণ তোমরাও।