আমি জানি পাহাড়ের কান্না ঝর্ণা হতে পারে
জন্ম নিতে পারে নদী ও সাগর
পাথরের শক্তি থেকে
একটি পৃথিবী এবং মহাকাশ
আরেকটি পাথর আর অসংখ্য কাচবালি
ভালবাসায়ও জন্ম নেয় যেম্নি শিশু।

পাথর পুড়েই চূর্ণ
জলের দ্রবণে অগ্নি লাভা
ফুলের যেমন কিট। মৌমাছির হূলে বিষ
তেমনি জন্ম দিতে পারে
ধ্বংসযজ্ঞ ভয়ংকর মানচিত্রের।









বর্তমানে ইউটিউবে দুটি চ্যানেল আছে। যার লিংক ; https://www.youtube.com/channel/UCFRD1axlH9VZeJw2W3a8QRg
https://www.youtube.com/channel/UCQs5VV-I5xSYPBsz4qFyBow