যার পেছনে কেবল শূন্য
যার শুরু হয়েই সে গুরু।
সময়কে ধারণ করে কাব্য লেখা-
খুঁজে ফেরো কেবল সৃষ্টির মাঝে স্রষ্টার বৈচিত্র রূপ।
প্রথম তোমাকে পথ দেখাবে সামনের
গন্তব্যে যাবার চেষ্টা তোমাকেই করতে হবে।
রাতের রহস্যে ঘেরা এ প্রথম
সৃষ্ট শিল্পের এ অবারিত দানের বিস্ময়
অবিভূত বিশ্বের বিবেক!
তিনিই শুরু তিনিই গুরু।
হিজলফুল ফোটেও রাতে-ঝরেও রাতে ।