ফুলের কলির বুকে বন্দুকের নল।
অথবা ফুলের বুকে গুলি-
কখনো কাম্য কী?

আধুনিক বিশ্বের শ্লোগান-
যুদ্ধ নয় শান্তি।

চেরিফুল জাপানে জম্মায়।
হিরশিমা- নাগাসাকি কলঙ্কের দাগ?

আগ্নেয়াস্ত্রের কবল থেকে বাঁচতে পেরেছে কী
বিশ্ব মানবতা?

তোমার হাতেই ফুল দাও-
পায়রা উড়াও। আহা! কী সুন্দর? চমৎকার!

ফিলিস্তানি শিুশুদের কান্নাকাটি বন্ধ কর।