বৃষ্টি হচ্ছে মুষল ধারায় বৃষ্টি
সারাটা মাঠ বিরান সাদা সাদা দাগ
কৃষকেরা বীজ বুনে যায় আগামীর
কালো কালো বীজ।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বজ্রের নিনাদে চৌচির চারদিক
লাঙ্গলের ফনা কেঁপে কেঁপে ওঠে
প্রাণীগুলো গান গায় নতুন মুক্তির।
বৃষ্টি হোক আরো বৃষ্টি
চলুক রঙধনু স্বপ্ন
বীজে জম্ম নেক স্বাধীন পতাকা
কাংখিত সকাল- শান্তির আগামী।