চোখ বুজলে দেখি দাঁড়কাক
জন্মান্তর মাটির চাদর খুঁড়ে চলে শেকড়ের টান
শুভ্র রফরফ ডানায় উড়ে যাবার পদচিহ্ন আঁকে
সৌর অবাদ জোসনা ধেয়ে আসে
কল্পো লোকের সবুজ ব্যাবিলন
গ্রাস করে নেয় মহাপ্রাণ।
চোখ খুললে দেখি সীমাহীন বৃক্ষের কোঠর
কাঁঠঠোকরো মহুর্তকে ধরে রাখে অনায়াসে
বিন্দু বিন্দু আলোর ফোয়ারায়
সবুজ কার্পেটে ক্লান্ত শরীর বিছিয়ে
মুক্ত বাতাসের পরশ বুলায়।