ইশারা বুঝে না যে সে কখনো প্রেমিক নয়
সে মুখের ভাষাও বুঝে না।
ঝড় দেখে কত নম্বর সঙ্কেত হবে বলা যায়।
মৃত্যু চিরন্তন খাঁটি-
অনন্তকালের চিন্তা মাথায় আছে কী?
দেখো মোহনায় নদী সাগর মিলনে মৃত্যু ঘটে।
কোন কোন সাগরে মিঠা জল লবণ জলে মেশে না।
প্রেমের নদীতে বৈঠা বেয়েছ কী? সেখানে কী দেখ?
নাও ডুবলে কূলের নাগাল পেতে কতো কষ্ট-
চোখে-মুখে কিছু ঠাহর পাবে কী?