শত্রু কখনো সে আপন হয় না।
স্বার্থের কারণে বন্ধুও শত্রুতে পরিণত হয়।

শত্রু চিরদিন শত্রুতা করে বেড়ায়।
শয়তান তোমার বন্ধু হয়েছে কী?

দেয়ালে নোটিশ-
‘কুকুর থেকে সাবধান’!
কুকুর বিশ্বাসী অতিথিটি। সমাদর আপ্যায়ন।

সাপ ও বেজীর জনম শত্রুতা।

“একটু সহানুভূতি কী (মানুষ) পেতে পারে না” শুধু গানে ...

তবুও শত্রুকে উঁচু পিঁড়ি দাও।