গন্তব্যের বাইরে থাকে বহমান স্বপ্ন-
নতুনদের সবসময় জায়গা করে দিতে হয়।
পুরাতন কষ্টগুলো ভাগ করে নেয়াই কী উৎকৃষ্ট নয়?

যে নদীর গভীরতা বেশি-বয়ে যাওয়া শব্দ কম থাকে।

যদি তোমার সক্ষমতা না থাকে-
তবে  ঋণীরাই সব চাইতে বেশী অকৃতজ্ঞ।

এই নতুন বছরের স্বপ্নই দেবে তোমাদের দিক নিদের্শনা।

ভবিষ্যত বড়ই অজানা।
তাই পুরনো দিনগুলো একটু ভেবো।

স্বপ্নহীন জাতী রাষ্ট্রহীন প্রজার মতো নয় কী?

স্বপ্নই কেবল দেখাতে পারে গন্তব্যে পৌঁছার সঠিক পথ।