বরাবর সেতুবন্ধনের অভাব বিধায় বিসংবাদ।
আজো ঝগড়া-বিবাদে কোন সমাধান হয়নি।
মতের অমিল হলে যুক্তি-তর্ক কলহ-বিবাদ।
ভালবেসে মিলেমিশে থেকেছ কী?
মতে, বিশ্বাসে পার্থক্য? সত্য বলছ?
কুকুরের ঘেউ ঘেউ শব্দেই বিরক্ত তোমরা
পাখির ডাক হৃদয় দিয়ে শুনেছ কী?
চাঁদেও কলঙ্ক আছে। ফুলে কাঁটা- কীট।
হাজরে আসওয়াদ মিমাংসায় আল-আমিন!